আমাদের ভারত, মুর্শিদাবাদ, ১৯ সেপ্টেম্বর: বহরমপুরে বিশেষ অভিযান চালিয়ে মধুচক্র চালানো অভিযোগে গ্রেফতার করা হল মোট আট জনকে। এদের মধ্যে চারজন পুরুষ ও চারজন মহিলা আছে বলে পুলিশ সুত্রে জানা গিয়েছে।
বেশ কিছু দিন ধরেই বহরমপুর শহরের একটি অভিজাত হোটেলে এই মধুচক্র চালানো হত বলে অভিযোগ। প্রথমে সোশাল নেটওয়ার্ক মাধ্যমে পরিচয় হত। তারপর ঘনিষ্ঠতা বাড়িয়ে তাদের সাথে হোটেলে গিয়ে এই মধুচক্র চালাত। বহরমপুর শহরের এক মহিলা এই মধুচক্র চালাত বলে অভিযোগ।
গতকাল রাতেই বিশেষ অভিযান চালিয়ে এদের ধরা হয়। ধৃত সকলকেই শনিবার বহরমপুর আদালতে তোলা হবে এবং পুলিশ হেফাজত নেওয়ার জন্য আবেদন জানানো হবে বলে পুলিশ জানিয়েছে।