গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ১০ ডিসেম্বর: জমি সংক্রান্ত বিবাদের জেরে হাতাহাতির ঘটনায় আহত হল চারজন। ঘটনাটি ঘটেছে আরামবাগের মায়াপুর ২নং গ্রাম পঞ্চায়েতের ডিহিবায়ড়া গ্রামে। দীর্ঘদিন ধরে প্রতিবেশি গৌতম পাত্র ও পতিরাম পাত্রের মধ্যে জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে
ঝগড়া হত।
মঙ্গলবার সকালে গৌতম পাত্রর জায়গায় পতিরাম পাত্র জোর করে ইট রাখে। তারই প্রতিবাদ করে গৌতম পাত্র। এরপর দু’জনের মধ্যে শুরু হয় বচসা।আর তা থেকেই
শুরু হয় দু’পক্ষ্যের মধ্যে হাতাহাতি। বাড়ির মহিলারাও হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এই ঘটনায় চারজন আহত হন। তাদের প্রত্যেককেই আরামবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসা করানো হয়। দুপক্ষ্যের থেকেই আরামবাগ থানায় অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্ত করছে আরামবাগ থানার পুলিশ।