সুশান্ত ঘোষ, আমাদের ভারত, ৩১ আগস্ট: আগ্নেয়াস্ত্র সহ চার দুষ্কৃতীকে গ্রেফতার করল বাগদা থানার পুলিশ৷ মঙ্গলবার রাতে উত্তর ২৪ পরগনার বাগদা থানার ঘাটপাতিলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়৷ পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম বাবু মণ্ডল, পলাশ মন্ডল, রফিকুল মন্ডল এবং রফিক মন্ডল৷ তারা বাগদা ও পেট্রাপোল থানা এলাকায় বাসিন্দা৷ ধৃতদের তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র সহ এক রাউন্ড গুলি উদ্ধার হয়৷

পুলিশ জানিয়েছে, এদিন রাতে গোপন সূত্রে খবর পেয়ে ঘাটপাতিলা এলাকায় হানা দেয়। সেখানে প্রায় ৭-৮ জন দুষ্কৃতী জড়ো হয়েছিল। পুলিশ দেখে দুষ্কৃতীরা পালানোর চেষ্টা করে। পুলিশ তাড়া করে চারজনকে ধরে ফেলে। বাকিরা পালিয়ে যায়। ধৃতদের তল্লাশি চালিয়ে একটি বন্দুক ও এক রাউন্ড গুলি উদ্ধার করে। পুলিশি জেরায় ধৃতরা স্বীকার করেছে তারা ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল। বুধবার সকালে ধৃতদের বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়।

