আমাদের ভারত, আলিপুরদুয়ার, ৩০ এপ্রিল: গ্রিন জোনের স্বপ্ন ভেঙ্গে এবার আলিপুরদুয়ারে একসাথে ৪ জন করোনা পজিটিভ রোগীর সন্ধান পাওয়া গেল। এইমাত্রই জেলা স্বাস্থ্য আধিকারিক পূরণ কুমার শর্মা এই খবর জানিয়েছেন। ঘটনায় গ্রিন জোনে থাকা আলিপুরদুয়ার জেলায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
জেলা স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, ৪ জনের রিপোর্ট কোভিড-১৯ পজিটিভ এসেছে। এরা সকলেই দিল্লির এইমস থেকে চিকিৎসা করিয়ে সম্প্রতি একটি অ্যাম্বুলেন্সে চেপে আলিপুরদুয়ার এসেছিল। আলিপুরদুয়ারে আসার পরই সকলেই নির্দিষ্ট কোয়ারেন্টাইনে ছিলেন। এরপর তাদের পরীক্ষা করা হয়। আজ তাদের রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য আধিকারিক।