বনগাঁ মহকুমার সংযুক্ত মোর্চার চার প্রার্থী  মনোনয়ন পত্র জমা  দিলেন

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৩০ মার্চ: বনগাঁ মহকুমার সংযুক্ত মোর্চার চার প্রার্থী মঙ্গলবার দুপুরে উত্তর ২৪ পরগনার বনগাঁ মহকুমা 
শাসকের অফিসে মনোনয়নপত্র জমা দিলেন। বনগাঁ মহকুমার গাইঘাটা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ ও বাগদার চার প্রার্থী এদিন কয়েক হাজার কর্মী সমর্থকদের নিয়ে বনগাঁ মহকুমা দপ্তরে আসেন।   

বনগাঁ উত্তর কেন্দ্রের সংযুক্ত মোর্চার সিপিএম প্রার্থী পীযূষ কান্তি সরকার।গাইঘাটা বিধানসভা কেন্দ্রের সংযুক্তা মোর্চার সিপিআই প্রার্থী কপিল কৃষ্ণ ঠাকুর।বনগাঁ দক্ষিণ কেন্দ্রের জোটের সিপিএম প্রার্থী তাপস 
কুমার বিশ্বাস। বাগদা বিধানসভা কেন্দ্রের 
সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থী প্রবীর কৃর্ত্তনীয়া৷ তৃণমূল ওবিজেপি উভয় তাদের প্রতিপক্ষ বলে জানালেন তারা।অপশাসন তোলাবাজির বিরুদ্ধে মানুষ জোটের 
প্রার্থীদের ভোট দেবেন। তারা এবার জয়লাভ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *