সায়ন ঘোষ, আমাদের ভারত, বনগাঁ, ২৫ নভেম্বর:
ফের চোরা পথে সীমানা পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করার অভিযোগে চার বাংলাদেশি নাগরিককে ধরেছে বিএসএফ। উদ্ধার বাংলাদেশের টাকা সহ ভারতের বেশ কিছু এলাকার ঠিকানা।
রবিবার গভীর রাতে উত্তর ২৪ পরগণার পেট্রাপোল থানার ভারত বাংলাদেশ সীমান্তের ২নম্বর গেট থেকে ওই চারজন অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে ৬৪ নম্বর বিএসএফ জওয়ান। ধৃতদের নাম মামুন খান, বিলকিস খাতুন, লক্ষ্মী দাস ও সন্তোষ দাস। ধৃতরা বাংলাদেশের লাকশিমপুর ও বরিশালের বাসিন্দা।
বিএসএফ সূত্রে খবর, এদিন গভীর রাতে দুই মহিলা সহ চারজনকে গ্রেফতার করে। এদিন রাতে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে চোরাই পথে ভারতে ঢোকে তারা। সেখানে কর্তব্যরত জওয়ানদের হাতে পাকড়াও হয়। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ভারতীয় ও বাংলাদেশের টাকা সহ ভারতের বেশ কিছু এলাকার ঠিকানা।
অনুপ্রবেশকারীরা জেরায় জানিয়েছে। তারা কাজের জন্য ভারতে ঢুকেছে। বিএসএফ সোমবার সকালে ধৃতদের পেট্রাপোল থানার পুলিশের হাতে তুলে দেয়।
পুলিশ জানিয়েছে, এদিনই ধৃতদের বনগাঁ আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়।