আমাদের ভারত, হাওড়া, ৫ নভেম্বর: করোনা সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি মাস্ক পরা অত্যন্ত জরুরি। যদিও এক শ্রেণির মানুষ চিকিৎসকদের এই পরামর্শ না মেনে রাস্তায় বের হওয়ায় সংক্রমণ কমানো সম্ভব হচ্ছে না। বিশেষ করে পুজোর সময় এই বিষয়টি সকলকে মানতে অনুরোধ করেছিল চিকিৎসকরা। আর চিকিৎসকদের এই পরামর্শ না মেনে মাস্ক না পরে দেদার রাস্তায় ঘোরাঘুরি করার ফলে পুজোর পর উলুবেড়িয়া পুরসভায় করোনা গ্রাফ অনেকটাই বাড়ল। বিশেষ করে পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ডে এই সংক্রমণ চিন্তা বাড়িয়েছে প্রশাসনের।
উলুবেড়িয়া পুরসভা এলাকায় করোনা সংক্রমণ রুখতে এবার কড়া পদক্ষেপ নিল পুলিশ। বৃহস্পতিবার বিকালে উলুবেড়িয়া থানার আইসি কৌশিক কুন্ডুর নেতৃত্বে পুলিশ বাহিনী উলুবেড়িয়া গরুহাটা মোড়ে অভিযান চালায়। মাইকিং করে সকলকে মাস্ক পরার ব্যাপারে সচেতন করা ছাড়াও বেশ কয়েকজনকে কান ধরে ওঠবস করানো হয়। মাস্ক না পরে রাস্তায় বের হওয়ার জন্য এদিন পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে।
পুলিশের এই অভিযান সম্পর্কে উলুবেড়িয়া থানার আইসি কৌশিক কুন্ডু জানান, এবার থেকে নিয়মিত এই অভিযান চলবে। তবে শুধু সাধারণ মানুষ নয় এর পাশাপাশি মাস্ক না পরে অটো টোটো চালালেও অটো টোটো বাজেয়াপ্ত করার পাশাপাশি চালকদের গ্রেফতার করা হবে।