অবৈধ সম্পর্কের জের, বন্ধুদের দিয়ে স্ত্রী ও সন্তানদের বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা, গ্রেফতার ৪

সুশান্ত ঘোষ, উত্তর ২৪ পরগণা, ১৯ আগস্ট: অবৈধ সম্পর্কে জের। বন্ধুদের ডেকে এনে নিজের স্ত্রী সহ ছেলে মেয়েদের উপর অত্যাচার ও মারধর। এই অভিযোগে স্বামী সহ চার জন বন্ধুকে গ্রেফতার করে হাবড়া থানার পুলিশ। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার হাবড়া থানার সংঘতি এলাকায়। গৃহবধূ মামনি বারুইয়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত স্বামী সুব্রত বারুই ও তাঁর বন্ধু শুভজিত মজুমদার, লিঙ্কন চৌধুরী ও শুভময় মজুমদার কে পুলিশ গ্রেফতার করে।


 
স্থানীয় সূত্রের খবর, সংঘতির বাসিন্দা সুব্রত বারুইয়ের সঙ্গে মছলন্দপুরের বাসিন্দা মামনির বিয়ে হয়। তাদের দুটি সন্তান আছে। একজনের বয়স ৬ বছর ও এক জনের বয়স ৩ বছর।  স্বামী সুব্রত বারুই কজের সুবাদে অন্য রাজ্যে থাকতেন। লকডাউনের আগে সে সংঘতিতে ফিরে আসে। তারপর থেকেই মামনির উপর অত্যাচার শুরু হয়। মামনি জানতে পারে এক মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে তার স্বামীর। এই নিয়ে দুজনের মধ্যে অশান্তি চরমে ওঠে। এক মাস আগে মামনিকে ও দুই শিশুকে বেধড়ক মারধর করে বাড়ি ছেড়ে চলে যায়। এরপর থেকেই অন্য এক মহিলাকে নিয়ে অন্য একটি জায়গায় ঘর ভাড়া করে থাকতেন সুব্রত। 

মঙ্গলবার রাতে সুব্রত ছয় সাত জন বন্ধুকে নিয়ে মামনির বাড়িতে আসে। ঘর ছেড়ে দিতে বলে। মামনি প্রতিবাদ করতেই স্বামী সহ তার বন্ধুরা তাকে মারধর করে বলে অভিযোগ। মামনির চিৎকার শুনে আশপাশের প্রতিবেশীরা ছুটে আসলে তাদেরকেও লাঠি, রড ও বাঁশ দিয়ে মারধর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে স্বামী সহ তার তিন বন্ধুকে গ্রেফতার করে। ধৃতদের বুধবার বারাসত আদালতে তোলা হয়।    
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *