অর্থনীতি চাঙ্গা করতে, দেশে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে তৃতীয় প্যাকেজ ঘোষণা অর্থমন্ত্রীর

আমাদের ভারত, ১২ নভেম্বর :দীপাবলীর আগেই তৃতীয় দফার আত্মনির্ভর ভারত প্যাকেজ ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এই প্যাকেজের প্রধান লক্ষ্য অর্থনীতিকে চাঙ্গা করা। সীতারামন বলেছেন এই প্যাকেজের মধ্যে আছে আত্মনির্ভর ভারত রোজগার যোজনা। এই প্রকল্পের ফলে অনেক নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে।

চলতি বছরের পয়লা অক্টোবর থেকেই আত্মনির্ভর ভারত রোজগার যোজনা কার্যকরী হবে। আগামী বছর ৩০ জুন পর্যন্ত ওই যোজনা চালু থাকবে। ইপিএফওতে নথিভূক্ত কোন সংস্থা যদি নতুন কোনো বিনিয়োগ করে তাহলে এই প্রকল্পের সুবিধা পাবে। এছাড়া এইবছর ১ মার্চ থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে যারা চাকরি হারিয়েছেন তারাও এই প্রকল্পের সুবিধা পাবেন।

যে সংস্থায় কর্মীসংস্থান সংখ্যা ৫০ অথবা কম তাদের কমপক্ষে দুইজন কর্মী নিয়োগ করতে হবে। যেখানে কর্মীসংখ্যা পঞ্চাশের বেশি সেখানে নিয়োগ করতে হবে কমপক্ষে ৫জন কর্মী।যে সংস্থাগুলোতে কর্মী সংখ্যা ১ হাজার বা তার কাছাকাছি এবং কর্মীরা ১৫ হাজার টাকা পর্যন্ত আয় করেন সেখানে মালিকের তরফে পিএফের ১২ শতাংশ টাকা ও কর্মচারীর তরফের ১২% টাকাও দেবে সরকার।

আবাসন ক্ষেত্রকেও চাঙ্গা করার জন্য ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত ডিফারেন্সিয়াল বাড়ানো হয়েছে কুড়ি শতাংশ পর্যন্ত। দু’কোটি টাকা পর্যন্ত দামের আবাসনের ক্ষেত্রে এই ছাড় কার্যকর হবে। এর ফলে ডেভেলপার এবং বাড়ির ক্রেতা উভয়েরই সুবিধা হবে।

এছাড়া কৃষকদের জন্য ৬৬৫ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। চলতি বছরে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় ১০ হাজার কোটি টাকা বাড়তি বরাদ্দ করা হবে। এতে চাঙ্গা হবে গ্রামীণ অর্থনীতি। এছাড়াও কোভিড মিশনে ভ্যাকসিন নিয়ে গবেষণায় খরচ করা হবে ৯০০ কোটি টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *