সোমনাথ বরাট, আমাদের ভারত, বাকুঁড়া, ২০ ডিসেম্বর: বাঁকুড়া জেলা জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের সুবর্ণ আজয়ন্তী উৎসব উপলক্ষ্যে বাঁকুড়া জেলা যোগ অ্যাসোসিয়েশনের পরিচালনায় ও সংঘের ব্যবস্থাপনায় ৩৯ তম জেলা যোগাসন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলে গান্ধী বিচার পরিষদের হলে। গতকাল সারাদিন ধরে চলে প্রতিযোগিতা। জেলার ১৫টি প্রতিষ্ঠানের মোট ১৯৮জন প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী প্রাক্তন উপ-পৌরপ্রধান দিলীপ আগরওয়াল। উপস্থিত ছিলেন দুটি সংগঠনের সভাপতি ডাঃ অমিতাভ চট্টরাজ ও উজ্জ্বল গঙ্গোপাধ্যায়।
সংগঠনের সম্পাদক রবীন মন্ডল জানান, করোনা পরিস্থিতির জন্য দীর্ঘ দিন যোগাসন চর্চা বন্ধ থাকার পর আবার নিয়মিত ভাবে চালু হয়েছে। সেজন্য এবছর প্রতিযোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ৫টি বিভাগে প্রথম হয়েছে যথাক্রমে- সায়ন পাল, ঐশিকী নন্দী, রতনদীপ সরকার, নিশা রুদ্র, রুদ্রপ্রতাপ সিনহা, হিয়া পারভিন, সূর্য কর্মকার, পুস্পিতা মাল, বিপ্রতীপ ব্যানার্জি, প্রীতি শীট। অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ করেন পৌর প্রশাসক মন্ডলীর ভাইস-চেয়ারম্যান গৌতম দাস ও সংগঠনের কর্মকর্তারা। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ট্রফি লাভ করে ক্লাব প্যারাডাইস, সোনামুখী।