সংক্রমণ কমে সুস্থতা বৃদ্ধি! ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত ৩৯৫৭, মৃত ৫৮, সুস্থ ৩৯১৭

রাজেন রায়, কলকাতা, ২৭ অক্টোবর: করোনা সুনামি কি আটকে দিলেন জনগণই? উৎসবের পরেও সংক্রমণ কমে ফের কিছুটা বাড়ল সুস্থতার হার। তার জেরেই বহুদিন পর ফের হাসপাতালে কমল রোগী সংখ্যা। ফের রাজ্যে ২৪ ঘন্টায় নতুন সংক্রমণের হদিশ ৩৯৫৭ জনের, মৃত্যু ৫৮জনের এবং সুস্থ হয়েছেন ৩৯১৭ জন। সুস্থতার হার ফের বেড়ে দাঁড়িয়েছে ৮৭.৭৬ শতাংশে।

মঙ্গলবারের বুলেটিন অনুযায়ী, ২৪ ঘন্টায় ৩৯৫৭ জন নতুন আক্রান্তে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৫৭৭৭৯ জন। এদিন আরও ৫৮ জনের মৃত্যু হওয়ায় রাজ্যে সরকারি হিসেবে মোট করোনায় মৃত্যু ৬৬০৪ জনের। ২৪ ঘন্টায় আরও ৩৯১৭ জন সুস্থের হিসেব ধরলে মোট সুস্থ হলেন ৩১৪০০৩ জন।

এদিনও অন্যান্য জেলার সঙ্গে কলকাতায় ৯৮৭ জন, উত্তর ২৪ পরগনাতে ৯৮৪ জন, পশ্চিম মেদিনীপুরে ২১২ জন, নদিয়ায় ১৮২ জন, হুগলিতে ১৮০ জন, মুর্শিদাবাদে ১৬৩ জন, হাওড়ায় ১৪৫ জন, পশ্চিম বর্ধমান ও মালদায় ১২৩ জন করে, পূর্ব মেদিনীপুরে ১১৩ জন ও জলপাইগুড়িতে ১০৭ জন সুস্থ হয়েছেন। এই মুহূর্তে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ৩৭১৭২ জন। তবে বহুদিন পর এ দিন হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ার বদলে কমল ১৮ জন।

এখনও পর্যন্ত রাজ্যের ৯২টি ল্যাবে মোট করোনা টেস্ট করা হল ৪৩৮২৬৭৮ জনের। যার মধ্যে ২৪ ঘন্টায় রাজ্যে করোনা পরীক্ষা হয়েছে ৪৪১০৮ জনের। রাজ্যের ৯৩টি কোভিড ডেডিকেটেড হাসপাতাল, ৩৮টি সরকারি এবং ৫৫টি বেসরকারি হাসপাতালে মোট ১২৭৫১টি বেড আছে, আইসিইউ পরিষেবা রয়েছে ১২৪৩ জনের। ভেন্টিলেটর রয়েছে ৭৯০টি। তার মধ্যে মাত্র ৩৫.৬৩ শতাংশ রোগী ভর্তি আছেন।

সরকারি ৫৮২টি কোয়ারেন্টাইনে এখন রয়েছেন ২৩৫২ জন। ছেড়ে দেওয়া হয়েছে ১০৭৯৮৭ জনকে। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৯৬৫৬৩ জন। ছেড়ে দেওয়া হয়েছে ৭৮১০৮৩ জনকে। রাজ্যের ২০০টি সেফ হোমে ১১৫০৭টি বেড রয়েছে এবং তাতে ১০২৯ জন রোগী রয়েছেন।

এছাড়া এদিনের মৃত্যু হিসেবে বুলেটিনে জেলাওয়াড়ি তথ্যে জানানো হয়েছে, এদিন রাজ্যে মৃত্যু হয়েছে ৫৮ জনের। এ দিন কলকাতায় ১৪ জনের, উত্তর ২৪ পরগনায় ১১ জন আর দক্ষিণ ২৪ পরগনায় ৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া হাওড়া ও পূর্ব মেদিনীপুরে ৫ জন করে, হুগলিতে ৩ জন, উত্তর দিনাজপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও মালদায় ২ জন করে আর আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, নদিয়া ও ঝাড়গ্রামে ১ জন করে আরও ২৮ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।

এদিন অন্যান্য জেলার সঙ্গে উত্তর ২৪ পরগনায় ৮৮৪ জন, কলকাতায় ৮৭৫ জন, দক্ষিণ ২৪ পরগনায় ২৪৯ জন, পশ্চিম মেদিনীপুরে ১৮২ জন, হুগলিতে ১৭৪ জন, নদিয়ায় ১৭১ জন, পূর্ব মেদিনীপুরে ১৬০ জন, হাওড়ায় ১৫১ জন, পশ্চিম বর্ধমানে ১২৭ জনের সংক্রমণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এদিনও সংক্রমণ বেড়েছে রাজ্যের সব জেলাতেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *