কুমারেশ রায়, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৯ জুলাই: ঘাটাল টাউন হলে এনএমএমএস পরীক্ষায় উত্তীর্ণ জাতীয় বৃত্তি প্রাপক প্রাক্তন ও বর্তমান ছাত্র- ছাত্রীদের আজ সম্মানিত করা হলো। অনুষ্ঠানে ৩৯ জন দুঃস্থ, মেধাবী, প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের সর্বনিম্ন ১,৫০০ এবং সর্বোচ্চ ৪,০০০ অর্থ দেওয়া হয়।
অনুষ্ঠানের আয়োজক সংস্থা ঘাটাল অনুপ্রেরণা ও মেধা অন্বেষণ। ওই সংস্থার তরফে সর্বশ্রেষ্ঠ বিদ্যালয় চিহ্ণিত করে পুরস্কৃত করা হয়। মহকুমায় ২২৫টি মাধ্যমিক, উচ্চমাধ্যমিক বিদ্যালয় ও প্রায় সহস্রাধিক প্রাথমিক বিদ্যালয়গুলির মধ্যে আন্তঃ প্রতিযোগিতার আয়োজন করে শ্রেষ্ঠ বিদ্যালয় চিহ্নিত করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেছেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস। অনুষ্ঠানে প্রায় পাঁচ শতাধিক ছাত্র-ছাত্রী, অভিভাবক ও শিক্ষক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দিনময়ী পুরস্কারে সম্মানিত হয়েছেন আঁচলের প্রতিষ্ঠাতা গীতা রানী মন্ডল এবং সুইডেন প্রবাসী বিজ্ঞানী কৌস্তুভ দালাল। সংস্থার সম্পাদক সমীরণ মাইতি একটি বই প্রকাশ করেন।