সাথী দাস, পুরুলিয়া, ১৯ আগস্ট: বাঘমুন্ডি ব্লকের সুইসা নিউ মার্কেটে জেলার যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পালিত হল বাংলার যুব শক্তি কর্মসূচি। এই সভায় উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি গুরুপদ টুডু, জেলা যুব সভাপতি সুশান্ত মাহাত এবং তৃণমূলের জেলার মুখপাত্র নবেন্দু মাহালি সহ স্থানীয় নেতৃত্ব।
তৃণমূলের পক্ষ থেকে এই সভাকে ভার্চুয়াল সভা বলা হলেও সেখানে শ’পাঁচেক কর্মী সমর্থক উপ্সথিত ছিলেন। এই সভায় কংগ্রেস, বামফ্রন্ট, বিজেপি সহ বিভিন্ন দল থেকে তুনতুড়ি-সুইসা অঞ্চলের প্রায় ৩৮৫ টি পরিবার জেলা সভাপতি গুরুপদ টুডুর হাত ধরে তৃণমূলে যোগদান করেন।
গুরুপদ টুডু ও নবেন্দু মাহালি বলেন, “দিদির উন্নয়নের ধারাই সকলকে তৃণমূলে নিয়ে আসছে”। দলের জেলা যুব সভাপতি সুশান্ত মাহাত ও জেলা সভাপতি গুরুপদ টুডু এদিন তুনতুড়ি-সুইসা অঞ্চলে তৃণমূলের বিশেষ শক্তি বৃদ্ধি হল বলে দাবি করেন। এই সভায় কলকাতা থেকে বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য স্ক্রিনে দেখানো হয়।