পাঁশকুড়া থানার বড় সাফল্য, ৬ জন মোবাইল চোর সমেত ৩৮টি মোবাইল উদ্ধার

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২ সেপ্টেম্বর: মোবাইল চুরির একটা বড় চক্র ধরা পড়ল পাঁশকুড়া থানার পুলিশের জালে। পূর্ব মেদিনীপুর জেলাজুড়ে এই চক্র কাজ করছিল। চুরির ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ৩৮টি মোবাইল। যার মধ্যে বেশ কয়েকটি দামি মোবাইলও আছে।

বুধবার সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ সুপার এম এম হাসান পাঁশকুড়া থানায় সাংবাদিক সম্মেলন করে এই চুরির চক্রের তথ্য জানান। তিনি আরো জানিয়েছেন, ধৃত সেক সনু, সেক মিন্টু, সেক সাবির ও সেক সাহিদ সহ মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে জানা গেছে ধৃতদের বাড়ি পাঁশকুড়া থানার বিভিন্ন এলাকায়।

সাংবাদিকদের পুলিশ আধিকারিক জানিয়েছেন, গত কয়েক মাস ধরে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায় মোবাইল ছিনতাইয়ের ঘটনা বেড়ে চলছিল। জেলাবাসীর মধ্যে এনিয়ে বেশ আতঙ্কিত বাড়ছিল। আর এই ঘটনায় ক্রমশ রাতের ঘুম উড়ে গিয়েছিল পুলিশ প্রশাসনের। অবশেষে বিশাল সাফল্য পেল পাঁশকুড়া থানার পুলিশ। ্৬ নং মুম্বাই জাতীয় সড়ক ধরে যাওয়ার পথে ওড়িশার এক ব্যক্তির কাছ থেকে মোবাইল চুরির ঘটনা ঘটে। সেই চুরির ঘটনা ঘটে পাঁশকুড়া থানার কাছে। সেই চুরির ঘটনার তদন্তে নেমে পাঁশকুড়া থানার পুলিশ দু’জনকে গ্রেফতার করে গত ৫ আগস্ট। তারপর গত ১৬ আগস্ট দ্বিতীয় চুরির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে আরো একজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে গত ২৭ আগস্ট আরো তিনজন জনকে গ্রেফতার করে পাঁশকুড়া থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে ৩৮টি মোবাইল ও চারটি পাসপোর্ট ও চারটি ব্যাঙ্কের পাস বই উদ্ধার করেছে পাঁশকুড়া থানার পুলিশ। এই নিয়ে মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা সবাই পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার বিভিন্ন জায়গার বাসিন্দা।

পূর্ব মেদিনীপুর জেলার এডিশনাল এসপি এম এম হাসান আরো জানান যে, বিভিন্ন জায়গার মোবাইল চুরির ঘটনার পর পুলিশের কাছে অভিযোগ আসে। এরপর পাঁশকুড়া থানার ওসি অজয় মিশ্র তদন্তে নেমে প্রথম বারে দুজন এবং দ্বিতীয় বারে একজন ও তৃতীয় বারে তিন জনকে গ্রেফতার করে। ধৃতরা এখন আদালতের নির্দেশে তদন্তের স্বার্থে পুলিশ হেপাজতে আছে। এই চক্রের সঙ্গে আরো কেউ জড়িয়ে আছে কি না সেটা তদন্ত করে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *