বনগাঁয় ফের ভাঙন শাসকদলে, তৃণমূল ছেড়ে বিজেপিতে ৩৫০ জন

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৭ ডিসেম্বর: ফের ভাঙন তৃণমূলে। বঙ্গ বিজেপিতে যোগদান অব্যাহত। একদা তৃণমূলের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত উত্তর ২৪ পরগনার বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্র। যদিও পরিবর্তনের পর বনগাঁ দক্ষিণ বিধানসভায় ধীরে ধীরে সাংগঠনিক শক্তি মজবুত হয় শাসকদল তৃণমূলের। এবার সেই তৃণমূলের শক্ত ঘাঁটিতেই থাবা বসাল বিজেপি। এদিন ২১শের ডাক দিয়ে আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দিলেন ৩৫০ জন তৃণমূল, কংগ্রেস সহ সিপিএম কর্মী সমর্থকরা।
শাসকদল তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রে ৩৫০ জন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন।গোপালঙ্গর থানার পাল্লা এলাকায় বিজেপি নেতা স্বপন মজুমদার ও হরিশংকর সরকারের নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে তৃণমূ‌ল ছেড়ে চলে আসা কর্মীদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন বারাসত সাংগঠনিক জেলা সভাপতি শঙ্কর চট্টোপাধ্যায়, বিজেপি নেতা স্বপন মজুমদার।  

বিজেপিতে যোগ দিয়েই বিস্ফোরক তৃণমূল নেতা-কর্মীরা। তাঁদের অভিযোগ, আমরা দীর্ঘ বছর ধরে দল করে আসছি। কিন্তু দলে থেকে কোনও সম্মান দেওয়া হচ্ছে না বলে তাদের অভিযোগ। দিনের পর দিন নেতাদের তোলাবাজি দুর্নীতি ও খারাপ ব্যবহারে ক্ষুব্ধ। এই বিষয়ে উচ্চ নেতৃত্বকে জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ দল ছেড়ে আসা কর্মীদের। আর সেই কারণে বাধ্য হয়েই বিজেপিতে যোগ দেওয়া বলে জানিয়েছেন দল ছেড়ে আসা কর্মীরা। তাঁরা জানিয়েছেন, বিজেপি দলের থেকে সক্রিয় ভাবে কাজ করব।

অন্যদিকে, বিজেপি নেতা স্বপন মজুমদার বলেন, বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল নেতাদের অত্যাচার, তোলাবাজি, জুলুমবাজিতে এলাকার মানুষ তৃণমূলকে আর চাইছে না। সেই দেখে তৃণমূল ছেড়ে এখন দলে দলে মানুষ বিজেপিতে যোগদান করছে। যদিও তৃণমূলের তরফে এই বিষয়ে কোনও মন্তব্য পাওয়া যায়নি।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *