পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৮ সেপ্টেম্বর: চন্দ্রকোনায় ফুচকা খেয়ে অসুস্থ প্রায় ৩৫ জন। তড়িঘড়ি অসুস্থদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের মাধবপুরের বেলগেড়িয়াতে ফুচকা খেয়ে অসুস্থ হয়ে পড়ে প্রায় ৩৫ জন। জানা যায়, গতকাল সন্ধায় যারা এই ফুচকা খেয়েছেন তাদের প্রত্যেকেরই হঠাৎ রাতের পর থেকে পায়খানা এবং বমি শুরু হয়। এই মুহূর্তে আসুস্থ ১৫ জন ক্ষীরপাই হাসপাতালে চিকিৎসাধীন। বাকিদের গ্রামীন চিকিৎসকের তৎপরতায় চিকিতসা চলছে বলে জানাগেছে।
চিকিৎসাধীন ব্যক্তিদের বাড়ির লোকেদের বক্তব্য, যারা যারা গতকাল ফুচকা খেয়েছে, গ্রামে শুধু তারাই অসুস্থ হয়ে পড়েছে। ওই ফুচকা বা জলের মধ্যে বিষাক্ত কিছু ছিল যার কারণেই এই ঘটনা ঘটেছে।