পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২০ মে: খড়্গপুর গ্রামীণ থানার সাহাচক এলাকার একটি লজে অভিযান চালিয়ে এক বিজেপি নেতার কাছ থেকে উদ্ধার করা হলো প্রায় ৩৫ লক্ষ টাকা। আজ নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে নিয়ে জাতীয় সড়কের ধারের বিলাস বহুল হোটেল ও লজগুলিতে অভিযান শুরু করে খড়্গপুর গ্রামীণ থানার পুলিশ। সেই অভিযানের সময় সাহাচক এলাকার একটি লজের রুমে বিজেপি নেতার থেকে উদ্ধার হয় ওই টাকা। যদিও বিজেপি নেতার দাবি ওগুলি সব দলের টাকা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সমিত মন্ডল নামে ওই বিজেপি নেতার কাছ থেকে ওই টাকা উদ্ধার হয়েছে। পুলিশ জানার চেষ্টা করছে ওই টাকার উৎস কী?
বিজেপির জেলা সভাপতি সুদাম পন্ডিত জানিয়েছেন, এটি তাদের টাকা। রাজ্য থেকে পাঠানো হয়েছে, নির্দিষ্ট কাগজপত্র রয়েছে। পার্শ্ববর্তী বিভিন্ন জেলার সেন্ট্রাল পয়েন্ট এখানে, তাই টাকা আনা হয়েছে। পাশাপাশি প্রায় তিনটি জেলাতে টাকা যাবে, সেই জন্য টাকাগুলি এক জায়গায় রাখা হয়েছিল। তবে পুরোটাই যে তৃণমূলের চক্রান্ত তার দাবি করেছেন তিনি।