OBC, Caste, কেন্দ্রীয় ওবিসি তালিকা থেকে বাদ পড়ল পশ্চিমবঙ্গের ৩৫টি জাতি, যাদের বেশিরভাগই মুসলিম

আমাদের ভারত, ৪ ডিসেম্বর: কেন্দ্রীয় ওবিসি তালিকা থেকে পশ্চিমবঙ্গের ৩৫টি জাতিকে বাদ দিল এন সি বি সি জাতীয় অনগ্রসর শ্রেণি কমিশন। জানাগেছে, এরা সকলেই মুসলিম। এর ফলে ওয়াকফ বিতর্কের মধ্যে আবারো একবার রাজনৈতিক বিতর্ক তুঙ্গে উঠতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা।

কলকাতা হাইকোর্ট গত বছর ৭৭টি ওবিসি সার্টিফিকেট বাতিল করেছিলেন। এদের মধ্যে ৭৫টি ছিল মুসলিম জাতি। এবার কেন্দ্রীয় তালিকাতেও বাদ পড়েছে ৩৫টি জাতি। ২০১১ সালে তৎকালীন ইউপিএ সরকারের আমলে পশ্চিমবঙ্গ সরকার ৪৬টি জাতির অন্তর্ভুক্তির সুপারিশ করে কেন্দ্রকে। তারপর ২০১৪ সালের লোকসভা নির্বাচনের ঠিক আগে ফেব্রুয়ারিতে কেন্দ্র ৩৭টি জাতিকে কেন্দ্রীয় ওবিসি লিস্টে যোগ করে। যার মধ্যে ৩৫টি মুসলিম সম্প্রদায়ের। এই জাতিগুলির মধ্যে আছে ফারাজি, রাইন নাসা, মোহম্মদ্রি, কাসাই, যেগুলিকে পিছিয়ে পড়া বলে দাবি করা হয়।

এই পদক্ষেপের প্রতিক্রিয়ায় বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য বলেন, ধর্মীয় সম্প্রদায়গুলিকে রাজনৈতিক সুবিধার জন্য অনগ্রসর কোটার আওতায় আনা হয়েছিল। তাঁর অভিযোগ, এর ফলে আসলে পিছিয়ে পড়া হিন্দু গোষ্ঠী গুলি তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছিল। তিনি বলেন, মোদী সরকার এই দীর্ঘদিনের তোষণ মূলক বিকৃতি দূর করে প্রকৃত পিছিয়ে থাকাকে ভিত্তি করে সামাজিক ন্যায় নিশ্চিত করেছে। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণের সময় শেষ করেছে।

এর আগে সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ ওবিসি তালিকা মামলার শুনানি চার সপ্তাহের জন্য স্থগিত করেছে। নির্দেশ দিয়েছে যে বিষয়টি শীর্ষ আদালতে বিচারাধীন থাকাকালীন কলকাতা হাইকোর্ট যেন এ বিষয়ে আর কোনো পদক্ষেপ না করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *