সাথী দাস, পুরুলিয়া, ৬ নভেম্বর: পুরুলিয়ার বলরামপুর বিধানসভা এলাকায় ৩৫টি বিজেপি সমর্থিত পরিবার তৃণমূলে যোগ দিল। আজ সন্ধ্যায় পুরুলিয়া রাঁচি রোডে অবস্থিত অস্থায়ী কার্যালয়ে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা রাজ্যের মন্ত্রী শান্তিরাম মাহাতো। ছিলেন জেলা তৃণমূলের অন্যতম সহ সভাপতি রথীন্দ্রনাথ মাহাতো।
মন্ত্রী জানান, “বলরামপুর বিধানসভা এলাকার অন্তর্গত পুয়াড়া অঞ্চলের সিরিডি, জুড়ি, কাঁটাডি সংসদের ৩৫ টি বিজেপি সমর্থিত পরিবার তৃণমূলে যোগ দেন। এঁরা বিজেপির উপর ক্ষুব্ধ হয়ে তাঁদের তৃণমূলে যোগ দেওয়ার কথা সূত্র মারফৎ জানান। আজ তাঁদের মর্যাদার সঙ্গে গ্রহণ করলাম। আজ থেকেই এঁরা তৃণমূল সরকারের উন্নয়নের শরিক হবেন।”