জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৩ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ ও নারায়ণগড় থানার সহযোগিতায় আয়োজিত হল “৩২তম পথনিরাপত্তা মাস”। কর্মসূচির অঙ্গ হিসাবে নারায়ণগড় থানা, নারায়ণগড় ব্লক স্বাস্থ্য দফতর ও জাতীয় সড়ক কর্তৃপক্ষের সহযোগিতায় মকরামপুরে একটি ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। মকরামপুর টোল গেট সংলগ্ন স্থানে আয়োজিত এই শিবিরে বিভিন্ন স্থান থেকে আসা গাড়ির চালকদের এই পরীক্ষা শিবিরে পরীক্ষা করা হয়। মূলত দুর্ঘটনা এড়াতে এই ধরনের আয়োজন বলে উদ্যোক্তারা জানিয়েছেন। প্রতি বছর তারা এই বিশেষ দিনটিতে এই পথ নিরাপত্তা মাস পালন করে থাকেন। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারায়ণগড় থানার ভারপ্রাপ্ত আধিকারিক আনিসুর রহমান, নারায়ণগড় ব্লকের বিডিও, তৃণমূলের ব্লক সভাপতি এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষের কর্মকর্তা সহ অন্যান্যরা।