বাউরি সমাজ ও মুসলিম সম্প্রদায় থেকে ৩২০ জনের বিজেপিতে যোগ পুরুলিয়ায়

সাথী দাস, আমাদের ভারত, পুরুলিয়া, ২ নভেম্বর: সংগঠন ও সমাজের উন্নয়নের লক্ষ্যে সংখ্যালঘু ও বাউরি সম্প্রদায়ের ৬০টি পরিবার বিজেপিতে যোগদান করল।  পুরুলিয়া জেলার পাড়া বিধানসভা এলাকার বাউরি সমাজ ছাড়াও সংখ্যালঘু সম্প্রদায় সহ ৩২০ জন বিজেপিতে যোগ দেন। সোমবার পুরুলিয়া শহরের দুলমির দলীয় কার্যালয়ে যোগদানকারীদের হাতে বিজেপির দলীয় পতাকা হাতে তুলে দেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, জেলা বিজেপি সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী।

বিজেপি জেলা সভাপতি জানান, “এদিন পশ্চিমবঙ্গ বাউরি সমাজের পাড়া ব্লকের সভাপতি কৃষ্ণ চন্দ্র বাউরি তাঁর সহ সংগঠকদের নিয়ে আমাদের দলে যোগ দেন। তিনি সরাসরি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না থাকলেও ওই এলাকায় বাউরি সমাজের সমর্থন আমরা পাব।”

কৃষ্ণ চন্দ্র বাউরি বিজেপির পতাকা হাতে তুলে বলেন, “তৃণমূলের বিধায়ক আমাদের সমাজ সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন। কাজেই আমার বিজেপিতে যোগ দেওয়ায় সমাজে কোনও প্রভাব পড়বে না।”

সমাজের কোনও সংগঠক কোনও রাজনৈতিক দলে সরাসরি যুক্ত থাকতে পারবেন না। পশ্চিমবঙ্গ বাউরি সমাজের এই নির্দেশ অমান্য করায় সংগঠনের সমস্ত পদ থেকে কৃষ্ণচন্দ্র বাউরিকে বহিষ্কারের সিদ্ধান্ত নিল সমাজ। এই ব্যাপারে সমাজের রাজ্য সভাপতি বাবলু বাউরি সংগঠনের এই সিদ্ধান্তের কথা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *