পুরুলিয়ার বরাবাজারে তৃণমূল সিপিএম কংগ্রেস সমর্থিত ৩১৪টি পরিবারের বিজেপিতে যোগ

সাথী দাস, আমাদের ভারত, পুরুলিয়া, ২৯ আগস্ট: পুরুলিয়ার বরাবাজারের দুটি অঞ্চলে তৃণমূল কংগ্রেস সিপিএম ও কংগ্রেস সমর্থিত ৩১৪টি পরিবার বিজেপিতে যোগ দিল। বান্দোয়ান বিধানসভার অন্তর্গত বরাবাজার মন্ডলের দুটি অঞ্চলে আজ দু’দফায় এই যোগদান পর্ব অনুষ্ঠিত হয়।

বিজেপির অন্যতম জেলা সম্পাদক সুভাষ মাহাতো জানান, “বরাবাজারের ভাগাবাঁধ অঞ্চলের তৃণমূল কংগ্রেস, সিপিএম এবং কংগ্রেস থেকে ১৭৩টি পরিবার এবং তাঁদের পরিবারের প্রায় ৮১৭ জন সদস্য বিজেপির পতাকা হাতে তুলে নেন।”

অন্যদিকে, বরাবাজারের হেলাতবামু অঞ্চলের ১০২টি তৃণমূল কংগ্রেস সমর্থিত পরিবার এবং ৩৬২ জন ওই পরিবারের সদস্য বিজেপিতে যোগ দেন। সেখানেই ২৯টি সিপিএম সমর্থিত পরিবারের ১৪৩ জন সদস্য বিজেপির পতাকা হাতে তুলে নেন। দুটি ক্ষেত্রেই ওই পরিবারের সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপি জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী জেলা সম্পাদক সুভাষ মাহাতো।

বিজেপি জেলা সভাপতি এই প্রসঙ্গে বলেন, “বিজেপি ছাড়া আর কোন দলের উপর আস্থা রাখতে পারছেন না মানুষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুপ্রেরণা আর কেন্দ্র সরকারের বিভিন্ন জনকল্যাণকর ও সুযোগ-সুবিধা মূলক প্রকল্পের কারণে পুরুলিয়া জেলা জুড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন অন্যান্য রাজনৈতিক দলের কর্মী-সমর্থকরা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *