আমাদের ভারত, হুগলী, ৬ জানুয়ারি: প্রতিবারের ন্যায় এবারেও ক্যারাটে প্রতিযোগীতার আয়োজন করল রিষড়ার রে শতকান ক্যারাটে ডু এ্যাসোসিয়েশন। গতকাল ৩২ তম আমন্ত্রনমূলক রে শতকান ক্যারাটে ডু চ্যাম্পিয়ানশিপ হয়ে গেলো রিষড়ার বাগুরপার্ক তরুণ দলের মাঠে। এই প্রতিযোগীতায় বাংলার বিভিন্ন জেলার ছেলে মেয়েদের পাশাপাশি অসম থেকেও একদল প্রতিযোগী অংশগ্রহন করেন।
এই প্রতিযোগিতায় সফলরা আগামী দিনে রাজ্য এবং জাতীয় স্তরে অংশগ্রহণ করার সুযোগ পাবেন। জাতীয় স্তরে যারা সফল হবে তাদের আন্তর্জাতিক স্তরে পৌঁছানর সুযোগ থাকবে। উদ্যোক্তা রঞ্জন কুমার মন্ডলের বক্তব্য, ক্যারাটে ক্রমশই জনপ্রিয়তা লাভ করছে। পাশাপাশি সেল্ফ ডিফেন্সে ক্যারাটে প্রয়োজনীয়তা বুঝতে পেরেছে রাজ্য সরকার। সেজন্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিভিন্ন স্কুলে স্কুলে ক্যারাটে প্রশিক্ষণ শুরু হয়েছে। পাশাপাশি অলিম্পিকে ক্যারাটে ইভেন্ট চালু হওয়ায় এখন শুধু সময়ের অপেক্ষা বলে দাবি উদ্যোক্তাদের। এই ক্যারাটে প্রতিযোগিতার উধবোধন করেন রিষড়া পৌরসভার পুরপ্রধান বিজয়সাগর মিশ্রা। উপস্থিত ছিলেন শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায় এছাড়া রাজ্যে ক্যারাটে এসোসিয়েশনের সভাপতি ও কর্মকর্তারা।