আমাদের ভারত, ১৮ জুলাই: করোনার চতুর্থ ঢেউয়ের আশঙ্কার মাঝে আরও অবনতি হল করোনা পরিস্থিতি। প্রতি সপ্তাহে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। গত ৭ সপ্তাহ ধরে আচমকাই ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ। করোনা আক্রান্তের সংখ্যা গত এক সপ্তাহে প্রায় দেড় লাখের কাছাকাছি। মৃত্যুর হার বেড়েছে বেশ খানিকটা।
করোনায় সংক্রমণের কারণে গত এক সপ্তাহে প্রাণ হারিয়েছে ৩০৬ জন। তবে চারদিন পর আজ দেশে দৈনিক সংক্রমণ কুড়ি হাজারের নিচে নেমেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন বলছে, গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৯৩৫ জন। করোনা মুক্ত হয়েছেন ১৬ হাজার ৬৯ জন।
উদ্বেগ বাড়াচ্ছে মৃত্যুর সংখ্যা। কারণ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী একদিনে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫১ জনের। যা গতকালের তুলনায় ফের একবার বাড়ল। ভয় ধরাচ্ছে পজিটিভিটির রেট। ১৬১দিন বাদে সংক্রমণ ছাড়ালো ৬ শতাংশের গণ্ডি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে পজিটিভিটি রেট ৫ শতাংশের বেশি হওয়া মানেই সংক্রমণের পরিস্থিতি অনিয়ন্ত্রিত।
গত কয়েকদিন ধরেই নতুন করে বেড়েছে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা। বর্তমানে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৪ হাজার ছাড়িয়েছে। ২৪ ঘন্টায় ৮১৫ টি অ্যাক্টিভ করোনা সংক্রিতের সংখ্যা বেড়েছে। ১১-১৭ জুলাই এর মধ্যে ১.২৮ লাখ নতুন করোনা আক্রান্তে খোঁজ মিলেছে। মৃত্যু হয়েছে ৩০৬ জনের।
অন্যদিকে ৪-১১ জুলাই এর মধ্যে ১.২০ লাখ মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২৩১ জনের। দেশের সাতাশটি রাজ্যে কোভিড মারাত্মক রূপ ধারণ করতে চলেছে। ভয় ধরাচ্ছে বাংলার সংক্রমণের চিত্র। গত ২৪ ঘন্টায় ২৭ রাজ্যে সংক্রমণের শীর্ষে পশ্চিমবঙ্গ। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী বাংলায় একদিনে আক্রান্ত ২৬৫৯ জন, কেরালায় আক্রান্ত ২৬০৪, তামিলনাড়ুতে ২৪১৬, মহারাষ্ট্রে ২১৮৬, কর্ণাটকে ৯২২, দিল্লিতে ৪৯৮, উত্তরপ্রদেশে ৩৫৯।

