পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৬ নভেম্বর: ডাউন ঈস্ট কোস্ট এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালিয়ে আরপিএফের একটি দল উদ্ধার করেছে ৩০২টি দামি চোরাই মোবাইল। সব মিলিয়ে যার বাজার দর ৬০ লক্ষ টাকা। পরে সূত্র ধরে স্টেশনের কাছ থেকে উদ্ধার করা হয় একটি মারুতি গাড়ি। তার মধ্যে পাওয়া গেছে নগদ ৩ লক্ষ ৯১ হাজার টাকা। সোমবার রাতে এই অভিযান চালানো হয়। গ্রেপ্তার করা হয়েছে ৬ জনকে। মঙ্গলবার তাদের জি আর পির হাতে তুলে দেওয়া হয়।
যাত্রী সুরক্ষা অভিযানের অংশ হিসেবে এই সাফল্য বলে জানিয়েছেন আরপিএফ আধিকারিকরা। সেকেন্দ্রাবাদ থেকে হাওড়ার শালিমারে এক জনের কাছে এগুলো নিয়ে আসা হচ্ছিল। ৩টি বড় ব্যাগে এগুলো ছিল। তারা কুরিয়ার ম্যানের কাজ করেছে বলে ধৃতরা জানিয়েছে।