দিলীপ ঘোষের হাত ধরে কেশিয়াড়িতে বিভিন্ন দলের তিনশ জনের বিজেপিতে যোগদান

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৭ জুন: কেশিয়াড়ি বিধানসভা এলাকায় বিভিন্ন দলের প্রায় তিনশ জন রাজনৈতিক কর্মী দিলীপ ঘোষের হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছেন বলে জানাগেছে। শনিবার তিনি আমগড়িয়া এলাকায় গৃহ সম্পর্ক অভিযানে গিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া চিঠি এলাকাবাসীদের  বাড়িতে পৌঁছে দেন। সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারের দেওয়া কল্যাণমূলক প্রকল্পগুলির সুবিধা তাঁরা পাচ্ছেন কি না তার খোঁজ খবর নেন।

দিলীপ ঘোষ জানান, পশ্চিম মেদিনীপুর জেলায়  গৃহসম্পর্ক অভিযানে বিপুল সাড়া পাচ্ছেন। এদিন বহু মানুষ বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিজেপিতে যোগ দিয়েছেন। তাদের হাতে তিনি দলীয় পতাকা তুলে দেন। এদিন খড়গপুর পৌরসভার তালবাগিচা এলাকায় করোনা পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নিতে গিয়ে তিনি বলেন, খড়গপুরে করোনা পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। যার ফলে খড়্গপুর শহরের বাসিন্দারা ভয়ের মধ্যে রয়েছেন। দিলীপ ঘোষ অভিযোগ করে বলেন, খড়্গপুর পৌরসভার প্রাক্তন উপ পৌর প্রধান শেখ হানিফ নিজামউদ্দিন থেকে ফিরে আসা মানুষদের নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরেছেন এবং সরকারি আধিকারিকদের সাথে মেলামেশা করেছেন। যার ফলে খড়্গপুর শহরে  করোনা সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে। এইজন্য মুখ্যমন্ত্রীর ডাকা সর্বদলীয় বৈঠকে ওনার নিজের দলের লোকদের সামলানোর কথা বলেছি বলে জানান বিজেপি রাজ্য সভাপতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *