বিশ্বরূপ অধিকারী, আমাদের ভারত, মুর্শিদাবাদ, ৪ সেপ্টেম্বর: শুক্রবার দুপুরে বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে অধীর চৌধুরীর হাত ধরে মুর্শিদাবাদ জেলার বড়ঞা বিধানসভা এলাকা থেকে তৃণমূল দল ত্যাগ করে কংগ্রেসে যোগদান করলেন প্রায় ৩০০ জন কর্মী। তাদের হাতে কংগ্রেসের পতাকা তুলে দিলেন লোকসভা পরিষদীয় দলনেতা অধীর চৌধুরী।
অধীর চৌধুরী সাংবাদিক বৈঠকে বলেন, মুর্শিদাবাদ জেলাতে প্রতিদিন বিভিন্ন দল থেকে কংগ্রেসে যোগদান অব্যাহত। তৃণমূল ও প্রশাসনের নেতৃত্বে রাজ্যজুড়ে লুট চলছে। বালির টাকা তুলে দিদিকে সেই টাকার ভাগ দেওয়া হচ্ছে। আজকে সরকারি রাস্তায় বালির গাড়ি আসতে পারছে না, বালির গাড়ি দাম বৃদ্ধির ফলে সাধারণ মানুষের অবস্থা খারাপ হচ্ছে। সাধারণ মানুষের অসুবিধা হলেও দিদির দলের লোক পেট ভরাছে। কিছু তৃণমূল নেতারা লুট চালাচ্ছে। বর্তমানে মুর্শিদাবাদ জেলাতে তৃণমূল ব্লক সভাপতি নেওয়া জন্য কে কত টাকা দিতে পারে তার দর কষাকষি চলছে বলে কটাক্ষ করেন অধীর চৌধুরী। অধীর চৌধুরী এও বলেন, তৃণমূল সার্কাস করছে।
পাশাপাশি মুর্শিদাবাদ জেলার ভাঙ্গন নিয়ে অধীর চৌধুরী বলেন, ভয়ঙ্কর ভাবে ভাঙ্গন হচ্ছে। জেলার মানচিত্র পাল্টে যাচ্ছে। সেচ দফতর কাজ না করে লুট করেছে। আজকে মুর্শিদাবাদ জেলাতে বন্যার আশঙ্কা। গঙ্গা ও পদ্মার ভয়ঙ্কর অবস্থার জেরে মানুষ আজ অসহায়। মুর্শিদাবাদ জেলায় ভাঙ্গন কি রকম হয়েছে তা মুখ্যমন্ত্রীর দেখে যাওয়া উচিৎ বলে মন্তব্য করেন অধীর চৌধুরী।

