জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৫ জুলাই: বিজেপি এবং সিপিএম থেকে তিনশ কর্মী সমর্থক তাদের দলে যোগদান করেছে বলে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে। রবিবার দুপুরে সবং ব্লকের ৯ নম্বর বলপাই পঞ্চায়েত এলাকার ওই কর্মী-সমর্থকরা তৃণমূলে যোগ দিয়েছে বলে জানানো হয়েছে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়েছেন রাজ্যসভার সাংসদ মানস ভুঁইঞা এবং বিধায়ক গীতা রানী ভুঁইঞা। উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অমল পান্ডা, আবু কালাম বক্স সহ অন্যান্যরা।
আজ বলপাই অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সবং ব্লকের নবনির্বাচিত তৃণমূল কংগ্রেসের সভাপতি অমল কুমার পান্ডার একটি সম্বর্ধনা সভা ছিল। ওই সভায় গৌর হরি বেরা, সুকুমার দাস, কালিপদ বেরা এবং সুধীর বেরা সহ প্রায় ৩০০ জন বিজেপি, সিপিএম থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন বলে জেলা তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে।