অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৮ সেপ্টেম্বর: নয়াগ্রাম বিধানসভায় বিজেপিতে ভাঙন ধরাল শাসক দল তৃণমূল। মঙ্গলবার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১নং ব্লকের আলমপুর ৬ নং অঞ্চলের চিটামাটিয়াতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করল ৭০জন সক্রিয় কর্মী সহ ৩০০টি পরিবার, এমনই দাবি তৃণমূলের।

আজ চিটামাটিয়া কর্মী সভা থেকে তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দিলেন ঝাড়গ্রাম জেলা তৃণমূলের সভাপতি দুলাল মুর্মু। তিনি বলেন, কেন্দ্রে সরকার শুধুই মিথ্যা কথা বলে না হলে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ লোকসভা ভোটের আগে নয়াগ্রামের সভা থেকে বলেছিলেন ঝাড়গ্রাম থেকে গোপীবল্লভপুর হয়ে নয়াগ্রাম পর্যন্ত রেল লাইন হবে। কিন্তু লোকসভা ভোটের এক বছর হয়ে গেলেও বিজেপির সাংসদ কুনার হেমরম এখানে পর্যন্ত একটা রেলের গুটিও ফেলতে পারেননি। আর প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী করেছিলেন সকলের অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা দেবেন। কিন্তু কোথায় সেই টাকা। তাই মানুষ এখন কেন্দ্রীয় সরকারের ভাউতাবাজি থেকে বেরিয়ে এসে ২০২১ এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে প্রতিদিনই শয়ে শয়ে বিজেপির নেতা কর্মীরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করছেন।

দুলাল মুর্মু ছাড়াও আজকের যোগদান সভায় উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের কার্যকরী সভাপতি হেমন্ত ঘোষ, ব্লকের যুব সভাপতি সত্যকাম পট্টনায়ক, ছাত্রনেতা লোকেশ কর, কিষাণ ক্ষেতমজুর সংগঠনের সভাপতি গৌতম বারিক প্রাক্তন যুব সভাপতি রঞ্জিত মহাকূল সহ তৃনমূল অন্যান্য কর্মীরা।

