সাথী দাস, আমাদের ভারত, পুরুলিয়া, ৪ জুলাই: বাঘমুন্ডি বিধানসভার বুড়দা কালিমাটি অঞ্চলে বিজেপি কার্যালয়ের উদ্বোধন হতেই তৃণমূল সিপিএম ছেড়ে ৩০০ পরিবার বিজেপিতে যোগ দিলেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন সাংসদ তথা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো। এদিন যোগদানের আগে বুড়দা গ্রামে ওই দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন সাংসদ।
যোগদান প্রসঙ্গে বিজেপি কার্যকর্তা রাকেশ মাহাতো জানান, ‘সারা পশ্চিমবঙ্গে কাতারে কাতারে মানুষ বিজেপিতে যোগদান করছেন। কারণ তারা ভেবে নিয়েছেন তৃণমূল সরকারের ৯ বছর আর বামফ্রন্টের ৩৪ বছর শাসনকাল দূরাবস্থা হয়েছে বাংলার। তাই, মোদীজির নীতি আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাকে বাঁচাতে এই যোগদান। আগামীদিনে আরও এরকম যোগদান দেখবে বাংলা।’
যোগদানকারী সিপিএমের মহিলা জোনাল কমিটির সম্পাদিকা তথা জেলা কমিটির সদস্যা শূলধা মাহাতো জানান, ‘অন্যায় দুর্নীতি সহ্য করতে না পারায় যোগদান। এর পর বিজেপির হাত শক্ত করব। করব দুর্নীতি মুক্ত এলাকা।’
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা বিজেপি সাধারণ সম্পাদক শঙ্কর মাহাতো , বাঘমুন্ডির ব্লকের আহবায়ক জগদীশ কুমার সহ স্থানীয় নেতৃত্ব।