জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১০ সেপ্টেম্বর: পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন ব্লকের নেতা কর্মী মিলিয়ে বৃহস্পতিবার প্রায় ৩০০ জন তৃণমূলে যোগ দিয়েছেন বলে জানাগেছে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি। উপস্থিত ছিলেন বিধায়ক দীনেন রায়, প্রদীপ সরকার, নির্মাল্য চক্রবর্তী, বিশ্বনাথ পান্ডব প্রমুখ।
যোগ দেওয়াদের মধ্যে রয়েছেন বিজেপি সমর্থিত ভারতীয় মজদুর ইউনিয়নের জেলা সম্পাদক সুনীল মহাপাত্র, কেশপুরের বিজেপি নেতা শেখ বদরুদ্দিন, তফসিলি জাতি, উপজাতি সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি আশীষ লাল সহ সভাপতি আশীষ গিরি, জেলা সাধারণ সম্পাদক দেবাশীষ বেরা, দাসপুর ব্লকের সংগঠক সুব্রত দাস, ডেবরা ব্লকের সংগঠক দেবাশীষ পাল, ঘাটাল ব্লকের সংগঠক আদিত্য সামুই। মেদিনীপুরে ফেডারেশন হলে তাদের উত্তরীয় পরিয়ে হাতে তৃণমূলের পতাকা তুলে দেওয়া হয়।
জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি জানান, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ যে জেলার সাংসদ সেই মেদিনীপুর থেকেই বিজেপির পতন শুরু হয়েছে। প্রতি মাসেই শয়ে শয়ে বিজেপি কর্মী তৃণমূলে যোগ দিচ্ছেন। এই প্রক্রিয়া চলতে থাকবে।