আমাদের ভারত, হাওড়া, ৬ সেপ্টেম্বর: উদয়নারায়ণপুর, উলুবেড়িয়া পূর্ব, আমতা, শ্যামপুর, বাগনানের পর এবার উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভায় বিজেপি শিবিরে ধাক্কা দিল তৃণমূল। রবিবার বিকেলে উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভার নবগ্রামে এক অনুষ্ঠানে তিন শতাধিক বিজেপি কর্মী তৃণমূলে যোগ দিল। এদিন দলে যোগ দেওয়া কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিধায়ক পুলক রায়। এদিন বিধায়ক বলেন, দীর্ঘদিন থেকেই এইসব কর্মীরা দলে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করছিল। আজ এদের দলে নেওয়া হল। আগামীদিনে এইরকম আরোও বিজেপি কর্মী তৃণমূলে যোগ দেবে বলেও দাবি করেন বিধায়ক পুলক রায়।

অন্যদিকে দলে যোগ দেওয়া কর্মীদের মতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হতেই দল ত্যাগের এই সিদ্ধান্ত। এদিনের এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রশান্ত দাস, উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি দুলাল কর, যুব সভাপতি দেবাশিষ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব।


