Bhimrul, Sabang, সবংয়ে ভিমরুলের কামড়ে আহত ৩০ ছাত্র- ছাত্রী ও শিক্ষক, গুরুতর জখম ৭

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৫ আগস্ট: স্বাধীনতা দিবসে স্কুলে প্রভাত ফেরি চলাকালীন ভিমরুলের কামড়ে আহত স্কুলের শিক্ষক সহ ৩০ জন ছাত্রছাত্রী। তাদের মধ্যে সাতজন গুরুতর আহত। তাদের মধ্যে পাঁচজন ছাত্রী ও দু’জন ছাত্র। সেই সঙ্গে রয়েছেন একজন শিক্ষক।

জানা গিয়েছে, ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে আজ সকাল থেকেই সবং ব্লকের বলপাই পশুপতি সুরেন্দ্র বিদ্যাপীঠ হাইস্কুলের পক্ষ থেকে সাইড্রাম সহযোগে প্রভাত ফেরির আয়োজন করা হয়। রাস্তা দিয়ে ছাত্র-ছাত্রীরা ও শিক্ষকরা সাইড ড্রাম বাজিয়ে যাওয়ার সময় আচমকাই একটি বট গাছে থাকা ভিমরুল বেরিয়ে এসে কামড় দেয়। তখনই প্রভাত ফেরি ছেড়ে এদিক-ওদিক ছোটাছুটি শুরু করে স্কুলে ছাত্র-ছাত্রীসহ শিক্ষকরা। এই ঘটনায় ইতিমধ্যে শিক্ষক সহ ৩০ জন ছাত্রছাত্রী আহত হয়েছে। তাদের মধ্যে ২৩ জনকে সাময়িক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। বাকি সাতজনে অবস্থা গুরুতর। তাদের সবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আহতদের সবং হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে দু’জন অর্থাৎ একজন ছাত্র ও একজন শিক্ষকের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাদের মেদিনীপুর মেডিকেল কলেজে পাঠানো হয়। শিক্ষক গুরুপদ মাইতি ও ছাত্র কুশল সাউ গুরুতর জখম। এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *