কালিয়াগঞ্জে নিমন্ত্রণ বাড়ির চা খেয়ে অসুস্থ ৩০ জন

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৪ ডিসেম্বর: উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের তিলগা এলাকায় নিমন্ত্রণ বাড়ির চা খেয়ে অসুস্থ হয়ে পড়ল প্রায় ৩০ জন বাসিন্দা। এই ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। তোয়েব আলি নামে স্থানীয় জনৈক এক ব্যক্তির মেয়ের নামকরণের অনুষ্ঠানের আয়োজন ছিল শুক্রবার সকালে। সেই মতো আমন্ত্রিত অতিথিরা আসেন তোয়েব আলির বাড়িতে। আমন্ত্রিত অতিথিদের শীতের সকালে গরম গরম চা দেওয়া হয়৷ সেই চা খেয়ে প্রায় ৩০ জন গ্রামবাসী অসুস্থ হয়ে পড়ে। বমি, পায়খানার মতন নানা উপসর্গ দেখা দেয়। তড়িঘড়ি তাদের উদ্ধার করে ভর্তি করা হয় কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে। তার মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

গ্রামবাসীরা জানিয়েছেন, তোয়েব আলির বাড়িতে অনুষ্ঠান ছিল। বাড়িতে চা খেয়ে প্রায় ৩০ থেকে ৪০ জনের মতো অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থদের মধ্যে শিশু ও মহিলারাও রয়েছে। তার মধ্যে কয়েকজনের অবস্থা সংকটজনক৷ এদিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, অসুস্থদের দ্রুত চিকিৎসা শুরু করা হয়েছে৷ যাদের অবস্থা আশঙ্কাজনক তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে চা’য়ের মধ্যে বিষক্রিয়ার জেরেই এমন ঘটনা ঘটেছে বলে অনুমান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *