জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২ জুলাই: বৃহস্পতিবার কেশপুর ব্লকের ২ নং, ১০নং,১২ নং অঞ্চল থেকে ৩০ জন পরিযায়ী শ্রমিক আজ কেশপুর ব্লক কার্যালয়ে এসে জেলা যুব কংগ্রেস সভাপতি মহঃ সাইফুলেব হাত ধরে যুব কংগ্রেসে যোগদান করে।যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুব কংগ্রেসের সহ-সভাপতি সুহাশিষ পণ্ডা জেলা ছাত্র পরিষদের সহ-সভাপতি অনুপম ভট্টাচার্য, কেশপুর ব্লক যুব কংগ্রেস সভাপতি শেখ আসানুল্লা কার্যকরী সভাপতি শেখ নাসির। এ ছাড়াও আজাহার মল্লিক, আরিফ জামান, মোসলেম মল্লিক উপস্থিত ছিলেন।