সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৭ ডিসেম্বর: নির্মীয়মান এক পাকা বাড়ির দেওয়ালের একাংশ ধসে মৃত্যু হলো ৩ বছরের এক শিশুর। এই মর্মান্তিক ঘটনা ঘটেছে গতকাল বিকেলে বাঁকুড়ার জয়পুর থানার গড় গ্রামে। এই ঘটনা জানাজানি হতেই শোকস্তব্ধ হয়ে পড়ে গোটা গ্রাম।
জয়পুরের গড় গ্রামের বাসিন্দা ঝন্টু লোহারের বাড়ির পাশে প্রতিবেশী জগন্নাথ কোটালের একটি পাকা বাড়ি তৈরির কাজ চলছিল বেশ কিছু দিন ধরে। স্থানীয় সূত্রে খবর, সেই নির্মীয়মান বাড়ির দুই দেওয়ালে বাঁশ দিয়ে কাঁথা শুকাতে দিয়েছিলেন এলাকারই এক বাসিন্দা। প্রায়শই এভাবে কাঁথা, জামা কাপড় শুকাতে দেন গ্রামবাসীরা।
ওই জায়গায়তে শনিবার বিকালে খেলছিল ঝন্টু লোহারের বছর তিনেকের ছেলে রোহন লোহার। খেলতে খেলতে সে কাঁথা ধরে টান দেয়, তখনই হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ে বাড়ির দেওয়ালের একাংশ। এতেই গুরুতর জখম হয় শিশুটি। জ্ঞান হারিয়ে ফেলে শিশুটি। তাকে দ্রুত জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এতে কান্নায় ভেঙে পড়েছেন মৃত শিশুর মা রচনা লোহার ও আত্মীয়-পরিজনরা।
খবর যায় পুলিশের কাছে। জয়পুর থানার পুলিশ পুরো বিষয়টা খতিয়ে দেখছে। আচমকা কীভাবে ওই দেওয়াল ভাঙ্গলো? নির্মাণের ক্ষেত্রে কোনও গোলযোগ ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

