ল্যাডেল খালি করার সময় দুর্গাপুর ইস্পাত কারখানায় তরল স্ল্যাগ ছিটকে জখম ৩ ঠিকা শ্রমিক

জয় লাহা, দুর্গাপুর, ১ মার্চ: ল্যাডেল খালি করার সময় তরল স্ল্যাগ ছিটকে জখম হল ৩ ঠিকা শ্রমিক। মঙ্গলবার ঘটনাকে ঘিরে বিস্তর চাঞ্চল্য ছড়াল রাষ্ট্রায়ত্ত সেইলের দুর্গাপুর ইস্পাত (ডিএসপি) কারখানায়। ঘটনায় কর্তৃপক্ষের শ্রমিক সুরক্ষায় গাফিলাতির অভিযোগ তুলেছে শ্রমিক সংগঠনগুলি। 

ডিএসপি সুত্রে জানা গেছে, জখম তিন ঠিকাশ্রমিক এসকে পান, কে হাজরা ও জীবন কর্মকার সংস্থার মেন হাসপাতালে বার্ন ইউনিটে চিকিৎসাধীন। ঘটনায় জানা গেছে, কন্টিনিয়াস কাস্টিং বিভাগের স্টিল মেল্টিং সপে (এসএমএস) ল্যাডেলের মাধ্যমে তরল ইস্পাত ঢেলে দেওয়া হয়। ঢেলে দেওয়ার পর ল্যাডেলে তরল স্ল্যাগ পড়ে থাকে। উত্তপ্ত ওই তরল স্ল্যাগ প্রায় ৫০ ফুট উঁচু থেকে ক্রেনের মাধ্যমে খালি করা হয়। এদিন একইরকম ভাবে ল্যাডেলের তরল স্ল্যাগ খালি করছিল। ওই সময় নীচে থাকা ওই তিন শ্রমিকের শরীরে ছিটকে লাগে উত্তপ্ত তরল স্ল্যাগ। তাতেই জখম হয় এসকে পান, কে হাজরা ও জীবন কর্মকার নামে তিন ঠিকা শ্রমিক। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে কারখানার ভেতরে হাসপাতালে, পরে মেন হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। এদিকে ঘটনায় বিস্তর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শ্রমিকমহলে। যদিও ডিএসপিতে অতীতে এধরনের ঘটনার নজির রয়েছে।

প্রসঙ্গত, গত ২০১৯ সালের ১০ সেপ্টম্বর কারখানার ভেতরে দুপুরে টিফিন খাওয়ার সময় ল্যাডেলের গলিত লোহা ছিটকে দগ্ধ হয় পানু সাহা ও মঙ্গোলি হাঁসদা নামে দুই মহিলা ঠিকা শ্রমিক। তাদের উদ্ধার করে ডিএসপি মেন হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়াও ২০২০ সালের ১২ জানুয়ারি কারখানার ব্লাস্ট ফার্নেসের কোলডাস্ট ইনজেক্ট (সিডিআই) পরিস্কারের কাজ করার সময় ডাস্টের সঙ্গে আচমকা আগুন ছিটকে বেরিয়ে এক আধিকারিক, দুই স্থায়ী ও দুই ঠিকা শ্রমিক আগুনে জখম হয়। আহতদের প্রথমে কারখানার ভেতরে প্রাথমিক চিকিৎসার পর দুর্গাপুর ইস্পাত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে ৪ জনকে আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সম্প্রতি গত ১৮ ফেব্রুয়ারি ডিএসপির বেসিক অক্সিজেন ফার্নেস (বিওএফ) রিফেক্ট্রির কাজ করার সময় রহস্যজনকভাবে অসুস্থ হয়ে ৩ ঠিকানশ্রমিকের মৃত্যু হয়। আহত হয় ৫ ঠিকা শ্রমিক। পর পর দুর্ঘটনায় কারখানার শ্রমিক সুরক্ষা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে।

কারখানার এআইটিইউসি শ্রমিক সংগঠনের সাংগঠনিক সম্পাদক শম্ভুচরণ প্রামানিক বলেন, “ল্যাডেল খালি করার সময় আশপাশে কেউ না থাকার জন্য সতর্কিত ঘন্টা বাজানো হয়। কিন্তু, এদিনের ঘটনার পর আমরা উদ্বিগ্ন। তাই কর্তৃপক্ষকে কারখানায় শ্রমিকদের সুরক্ষা সুনিশ্চিত করার আবেদন করেছি।”

যদিও ডিএসপির জনসংযোগ আধিকারিক আশরাফুল হোসেন মজুমদার বলেন, “দুর্ঘটনা ঘটেছে। আহতরা সুস্থ আছে। কি কারণে ঘটেছে, সেটা খতিয়ে দেখা হচ্ছে।” 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *