সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৩ সেপ্টেম্বর: পণ্য বোঝাই ট্রাক থেকে প্রচুর ফেন্সিডিল উদ্ধার করল পুলিশ, গ্রেফতার তিন পাচারকারী। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাবড়া থানার যশোহর রোডের দেশবন্ধু পার্ক এলাকায়। একটি পণ্য বোঝাই ট্রাক উত্তর প্রদেশ থেকে যশোহর রোড হয়ে বনগাঁর দিকে যাচ্ছিলো। নাকা চেকিংয়ের সময় ট্রাকটিকে আটক করে পুলিশ। উদ্ধার হয় প্রচুর ফেন্সিডিল। গাড়ির চালক সহ তিনজন পাচারকারীকে গ্রেফতার করা হয়। ধৃত ব্যক্তিরা উত্তর প্রদেশের ফতেপুর এলাকার বাসিন্দা। ধৃতদের নাম কুলদীপ গুপ্তা, ধীরাজবিশ্ব শর্মা ও সনু প্রসাদ।

পুলিশ সূত্রে খবর, এদিন রাত আড়ইটে নাগাদ একটি পণ্য বোঝাই ট্রাক আটক করা হয়। ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় ৫০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদ ধৃতরা জানিয়েছে, উত্তর প্রদেশ থেকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এরপর ওই ফেন্সিডিল উদ্ধার করে তিন পাচারকারীকে গ্রেফতার করে। ধৃতদের বারাসাত আদালতে তোলা হয়।

