আমাদের ভারত, আলিপুরদুয়ার, ১৭ আগস্ট: উত্তরবঙ্গে বন্যপ্রাণী পাচারকারীদের বিরুদ্ধে আবারও বড়সড় সাফল্য পেল জলদাপাড়া বনবিভাগ।বনদফতর এবং এসএসবি’র যৌথ উদ্যোগে উদ্ধার হয় ১৩টি হরিণের শিং।গ্রেফতার করা হয় ৩ জনকে। আটক করা হয় একটি চারচাকার গাড়ি এবং একটি মোটর সাইকেল। আগামীকাল ধৃত ৩ জনকে আলিপুরদুয়ার আদালতে তোলা হবে বলে বনদফতর সুত্রে জানাগেছে। তবে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এরসাথে আরও কারা কারা জড়িত রয়েছে তা জানা যাবে বলেই মনে করছেন বনাধিকারিকরা।
সোমবার বিকেল ৫টা নাগাদ রেঞ্জ অফিসার বিশ্বজিৎ বিশুই ও বিট অফিসার প্রভাতকুমার বর্মনের নেতৃত্বে অভিযান শুরু হয়।আলিপুরদুয়ার জেলা সদর থেকে প্রায় ৫০ কিমি দূরে ৩১ নম্বর জাতীয় সড়কে রাঙালিবাজনার কাজ থেকে একটি চারচাকার ও একটি দুই চাকার বাইক ধাওয়া করে আটক করে হাতেনাতে গ্রেফতার করা হয় বাবলা বর্মন, সেকেন্দার হাটি, আজাজুল হক’কে। কোচবিহারের বাসিন্দা ধৃত তিন পাচারকারীর থেকে ১৩টি হরিণের শিং উদ্ধার হয়। গোটা অভিযানে সামিল ছিল ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো, এসএসবি’র ১৭ নম্বর ব্যাটেলিয়ন।

বনদফতর সুত্রে জানা গেছে, ১৩টি হরিণের শিংয়ের ওজন ৮ কেজি ২৯ গ্রাম। জলদাপাড়া সহ বন্যপ্রাণ সহায়ক দেবদর্শণ রায় বলেন,”ধৃত ৩ জনকে আগামীকাল আলিপুরদুয়ার আদালতে তোলা হবে।”
জলদাপাড়া জাতীয় উদ্যানের ডিএফও কুমার বিমল বলেন,”ধৃতদের জিজ্ঞাসাবাদ করে নতুন অনেক তথ্য পাওয়া যাবে বলে আশা করছি। এগুলি ভিনরাজ্যে অথবা ভিনদেশে পাচারের পরিকল্পনা ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।”

