অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৭ ফেব্রুয়ারি: তেলের দোকানে আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল তিনটি দোকান। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় গুরুতর জখম হয়েছেন এক ব্যক্তি। মঙ্গলবার এই ঘটনাটি ঘটেছে ঝাড়্গ্রাম জেলার গোপীবল্লভপুর বাজার এলাকায়।
পুলিশ ও দমকল সুত্রে জানা গিয়েছে, এদিন গোপীবল্লভপুর বাজার এলাকার একটি তেলের (কেরোসিন, ডিজেল,পেট্রল বিক্রি হত) দোকানে আগুন লেগে যায়। সেই সময় দোকানে থাকা দোকানের মালিক নরেন বেজের শরীরে আগুন লেগে যায়। শরীরে আগুন লাগায় তিনি রাস্তায় বেরিয়ে আসেন।ওই অবস্থায় রাস্তায় বেরিয়ে দৌড়াতে থাকেন। তার শরীরের আগুন নিভিয়ে দ্রুত তাকে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করান স্থানীয় মানুষজন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তবে তার পরিবারের লোকজন তাকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে না নিয়ে গিয়ে ঝাড়খণ্ড রাজ্যের জামসেদপুরে নিয়ে যান বলে জানা গিয়েছে।
এদিকে আগুন তেলের দোকান থেকে বস্তার দোকান ও একটি মোটর বাইক মেরামতির দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয় মানুষজন ও গোপীবল্লভপুর থানার পুলিশ আগুন নেভানোর কাজে হাত লাগায়। পরে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল দেরি করে পৌছানোর জন্য বাসিন্দাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। যদিও দমকলের দাবি, খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলের উদ্দেশ্য রওনা দিয়েছেন। জানা গিয়েছে, তিনটি দোকানে আনুমানিক প্রায় ছয় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। একটি বাইক পুরো ভস্মীভূত হয়ে যায়।আরো তিনটে বাইকের আংশিক ক্ষতি হয়।
এই বিষয়ে গোপীবল্লভপুরের এসডিপিও কৃষ্ণগোপাল মিনা বলেন, “আগ্নিকান্ডে মূলত একটি দোকান পুরো পুড়ে যায়। একজন জখম হয়েছেন। ঘটনাস্থলে দ্রুত পুলিশ পৌছেছিল।দমকলও পৌছেছিল। দ্রুততার সাথে আগুন নেভানো গিয়েছে।
মোটরসাইকেল মেরামতের দোকানদার একাদশী প্রামাণিক বলেন, আজ আমরা দোকানের মধ্যে ছিলাম। হটাৎ করে একটা বিকট শব্দ শুনে বেরিয়ে এসে দেখি আমার পাশের তেল দোকানির গায়ে আগুন লেগে গেছে। সেই আগুন কোনো মতে নেভানো গেলেও নিমেষের মধ্যে কাছে থাকা বস্তার দোকান ও আমার মোটর সাইকেল মেরামতির দোকানে আগুন লেগে যায়। কিছু বুঝে ওঠার আগেই একটি বাইক পুরো ও একটি কমপ্রেসার মেশিন ভস্মীভূত হয়ে যায়। আরো তিনটে বাইকের আংশিক ক্ষতি হয়। বেশ কিছু টায়ার, হেলমেট সহ প্রায় ৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে আমার।