Yuva Bharati, Messi, যুবভারতীতে মেসি-কাণ্ডে আরও ৩ গ্রেফতার

আমাদের ভারত, ১৯ ডিসেম্বর: যুবভারতী ক্রীড়াঙ্গনে ভাঙ্গচুরের অভিযোগে আরও তিনজনকে গ্রেফতার করল বিধাননগর পুলিশ।

গত শনিবার লিওনেল মেসির সফরকে ঘিরে রণক্ষেত্র হয়ে উঠেছিল যুবভারতী। চেয়ার ভেঙ্গে, গোলপোস্ট ছিঁড়ে রীতিমতো তাণ্ডব চালায় আমজনতা। ঘটনার পর দু’দফায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছিল ভাঙ্গচুরের অভিযোগে। এবার সেই ঘটনায় গ্রেফতারির সংখ্যা আরও বাড়ল।

জানা গিয়েছে, রণক্ষেত্র হয়ে ওঠা যুবভারতীর নানা ছবি এবং ভিডিও ফুটেজ খতিয়ে দেখে গ্রেফতার করা হয় এই তিনজনকে। ধৃতদের নাম রাজু দাস ওরফে গোপাল দাস, সৌম্যদীপ দাস ওরফে পাপ্পু এবং তন্ময় দে ওরফে দুষ্টু। বিধাননগর পুলিশ সূত্রে জানা গিয়েছে, লেকটাউন এবং নাগেরবাজার থেকে এই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের জেরা করে যুবভারতীতে ভাঙ্গচুরের অনেক তথ্য মিলবে বলেই আশাবাদী পুলিশ। যুবভারতী ভাঙ্গচুরে মোট গ্রেফতারির সংখ্যা পৌঁছলো ৯-এ। 

সূত্রের খবর, রণক্ষেত্র হয়ে ওঠা যুবভারতীর একাধিক ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে বিশেষ তদন্তকারী দল। কেবল ভাঙ্গচুর নয়, যুবভারতী থেকে বহু জিনিস বাড়িতে নিয়ে যেতে দেখা গিয়েছে শনিবার মাঠে থাকা দর্শকদের। তাদেরও ধরপাকড়ের পথে হাঁটছে সিট, এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *