সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৮ সেপ্টেম্বর: অস্ত্র সহ তিন দুষ্কৃতিকে গ্রেফতার করল পুলিশ। সোমবার, রাতে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার জামদানি এলাকা থেকে তাদের গ্রেফতার করে গাইঘাটা থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম, সঞ্জয় দাস, সুব্রত বিশ্বাস ও শুভঙ্কর পোদ্দার।
মঙ্গলবার ভোররাতের ঘটনা। গোপন সূত্রে খবর পেয়ে গাইঘাটা থানার পুলিশের একটি দল গাইঘাটার জামদানি এলাকায় হানা দেয়৷ নির্দিষ্ট তথ্য অনুযায়ী, ওই এলাকায় কয়েকজন যুবককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ৷ পুলিশকে আসতে দেখেই ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে তারা। এরপর সন্দেহভাজনদের তাড়া করে তাদের মধ্যে তিনজনকে পুলিশ ধরে ফেলে৷ অন্ধকারের সুযোগ নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় আরও কয়েকজন৷ তল্লাশি চালিয়ে ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় একটি ধারাল অস্ত্র ও দুটি লোহার রড৷ পাশাপাশি ঘটনাস্থল থেকে একটি মোটরবাইকও উদ্ধার করে পুলিশ৷ ধৃত তিনজনকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়।