আমাদের ভারত, হাওড়া, ২৪ আগস্ট: করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া স্বামীর মৃতদেহ শশ্মানে দাহ করে বাড়ি ফিরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল মা ও বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে। সোমবার বিকেলে মর্মান্তিক এই ঘটনাটি ঘটে উলুবেড়িয়ার রাজাপুর থানার ঘরভাঙ্গা বাসুদেবপুরে। মৃতরা হলেন অনুশ্রী দে (৪২), প্রীতম দে (১৯)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পেশায় কারখানার কর্মী দেবনাথ দে (৪৭) জ্বর ও শ্বাসকষ্টে নিয়ে শনিবার উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি হন। রবিবার রাতে সেখানেই তিনি মারা যান। জ্বর থাকায় তার লালা রসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। রিপোর্টে করোনা পজেটিভ আসার পর সোমবার দুপুরে দেবনাথ
দে’কে শিবপুর শ্মশানে দাহ করতে নিয়ে যাওয়া হয়। সঙ্গে যান তার স্ত্রী ও ছেলে। বিকেলে শশ্মান থেকে ফিরে আত্মীয়রা তাদের বাড়ি চলে যায় এবং মা ও ছেলে নিজেদের ঘরে চলে যান। কিছুক্ষণ পরে কিছু ক্রিয়া করার জন্য পরিবারের অন্যান্যরা তাদের বাড়িতে আসলে দেখেন দরজা বন্ধ। এর পরেই তারা জানালা থেকে দুজনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। খবর দেওয়া হয় রাজাপুর থানায়। পুলিশ এসে উদ্ধার করে মৃতদেহ দুটি ময়না তদন্তে পাঠিয়েছে।
পুলিশের প্রাথমিক অনুমান স্বামীর মৃত্যুর পর বিশেষ চাহিদা সম্পন্ন ছেলেকে নিয়ে কিভাবে বাকি জীবনটা কাটাবেন সেটা ভেবেই মা ও ছেলে আত্মঘাতী হয়েছে।

