গাছে গাড়ির ধাক্কা, হাওড়ায় মৃত ৩

আমাদের ভারত, হাওড়া, ২৩ আগস্ট: রাতে ফাঁকা রাস্তায় গাড়ি চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারায় মৃত্যু হল ৩ যুবকের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে জয়পুর থানার হানিধারা মনসা তলায়‌। মৃতেরা হল উদয়নারায়ণপুরের সিংটির বাসিন্দা প্রিয়ব্রত বোস (২২), লোকনাথ মুখার্জি (২৪) এবং হুগলীর আরামবাগের বাসিন্দা সায়ন ভান্ডারী (২৪)‌‌‌। দূর্ঘটনায় আহত হওয়া অভিনব ঘোষ নামে এক যুবক আশঙ্কাজনক অবস্থায় কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে প্রিয়ব্রত কর্মসূত্রে হুগলীর আরামবাগে থাকে। শনিবার রাতে সে তার দুই বন্ধু সায়ন ও অভিনবকে নিয়ে উদয়নারায়ণপুরের বাড়িতে আসে। সঙ্গে ডেকে নেয় আরো এক বন্ধু লোকনাথ মুখার্জিকে। জানাগেছে, এরপর চার বন্ধু একসাথে প্রিয়ব্রতর বাড়িতে খাওয়া দাওয়া করে। পরে বাড়ির সবাই শুয়ে পড়লে প্রিয়ব্রত রাস্তায় বেরিয়ে পড়ে সঙ্গে তিন বন্ধু।

পুলিশ সূত্রে জানাগেছে, শনিবার রাত দেড়টা নাগাদ গাড়িটি দ্রুতগতিতে উদয়নারায়ণপুরের দিক থেকে আমতার দিকে আসার সময় হানিধারা মনসাতলার কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বট গাছে ধাক্কা মারে। দুর্ঘটনায় গাড়িটি পুরোপুরি দুমড়ে-মুচড়ে যায় এবং গাড়ির চার যুবক গাড়িতে আটকে থাকে। পরে খবর পেয়ে জয়পুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত চারজনকে উদ্ধার করে জয়পুরের বিভূতিভূষণ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা প্রিয়ব্রত লোকনাথ এবং সায়নকে মৃত বলে ঘোষণা করেন। অভিনবর আঘাত গুরুতর হওয়ায় তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়।

স্থানীয় সূত্রে খবর, প্রিয়ব্রতর বরাবর গাড়ি চালানোর সখ। মাঝে মধ্যেই সে গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ত‌ শনিবারেও ঠিক সেইভাবে বেরিয়ে পড়ার পর এই দুর্ঘটনা। পুলিশ মৃতদেহ তিনটি ময়না তদন্তে পাঠিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *