নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় কড়া পদক্ষেপ, নবান্নকে অগ্রাহ্য করেই ৩ আইপিএসকে ডেপুটেশনে পাঠালো কেন্দ্র

আমাদের ভারত, ১৭ ডিসেম্বর:বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয় হামলার ঘটনায় কড়া পদক্ষেপ নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।নবান্নের আপত্তিকে অগ্রাহ্য করেই ৩ আইপিএসকে নতুন পোস্টিং দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

এই হামলার পর ৩ আইপিএস কে ডেপুটেশনে চেয়ে পাঠিয়েছিল কেন্দ্র। রাজ্য সরকার কেন্দ্রের এই সিদ্ধান্তের তীব্র আপত্তি জানিয়েছিল। কিন্তু রাজ্যের আপত্তিকে অগ্রাহ্য করেই তিন পুলিশ আধিকারিকের নতুন দপ্তরে পোস্টিং দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। রাজিব মিশ্রকে পাঁচ বছরের জন্য পাঠানো হয়েছে ইন্দো টিবেট বর্ডার পুলিশের আইজি পদে। প্রবীণ ত্রিপাঠিকে এসএসবি পাঠানো হয়েছে পাঁচ বছরের জন্য । আর ভোলানাথ পান্ডেকে তিন বছরের জন্য বিউরো অফ পুলিশ রিসার্চ বিপি আরডিতে।

গত ১০ ডিসেম্বর ডায়মন্ড হারবারে যাওয়ার পথে নাড্ডার কনভয়ে হামলা হয়। তারপরেই রাজ্যের ডিজি ও মুখ্য সচিবকে দিল্লিতে ডেকে পাঠিয়ে চিঠি দিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব আরকে ভাল্লা। পাশাপাশি নাড্ডার কর্মসূচিতে দায়িত্বে থাকা তিন আইপিএস অফিসারকে ১২ ডিসেম্বর কেন্দ্রীয় ডেপুটেশনে ডেকে পাঠানো হয়। এ বিষয়ে রাজ্যের বক্তব্য ছিল রাজ্যের আইপিএস, আইএএস অফিসারের সংখ্যা কম তাই কেন্দ্র চাইলেও ওই তিন অফিসারকে রিলিজ করা হবে না । নিয়ম অনুযায়ী কোন আইএএস, আইপিএসকে কেন্দ্রীয় ডেপুটেশনের ডেকে নিতে পারে কেন্দ্র। তবে সেক্ষেত্রে রাজ্যের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়। রাজ্য সরকার না চাইলে সাধারণভাবে ডেপুটেশনের তাদের নেওয়া হয় না। আবার স্বরাষ্ট্রমন্ত্রক চাইলে রাজ্যের আপত্তি থাকলেও তিন অফিসারকে ছেড়ে দিতে হবে রাজ্যকে। এক্ষেত্রেও রাজ্যে অনড় অবস্থানকে অগ্রাহ্য করে কড়া পদক্ষেপ নিলো কেন্দ্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *