জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৫ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের মাদপুরে ৬ নম্বর জাতীয় সড়কের উপরে আজ সকালে সার বোঝাই একটি ভ্যানকে একটি লরি ধাক্কা মারলে রাস্তায় দাঁড়ানো তিনজন আহত হয়েছেন। আহতদের স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। অন্যদিকে, এলাকায় কর্তব্যরত সিভিক পুলিশের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ এনে স্থানীয় বাসিন্দারা জাতীয় সড়কে দীর্ঘক্ষণ পথ অবরোধ করে। অবরোধে জাতীয় সড়কে দুই দিকেই যান চলাচল বন্ধ হয়ে যায়। স্থানীয়দের দাবি, ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া লরিটিকে আটক করতে হবে। জাতীয় সড়কের উপর যান চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে।