স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৫ ফেব্রুয়ারি: যাত্রা ও লোকসংস্কৃতি বাংলার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে গেছে। বর্তমান রাজ্য সরকার বাংলার লোকসংস্কৃতি ও যাত্রাকে সাধারণ মানুষের কাছে উপস্থাপনা করছে। বাংলার লোকশিল্পী ও যাত্রাশিল্পীদের অনুদান দিয়ে তাদের জীবনযাত্রায় সাহায্য সহযোগিতা করে চলেছে। বাংলার জনজীবনে লোকসংস্কৃতি ও যাত্রাশিল্পকে তুলে ধরতে আজ থেকে শুরু হল উত্তর দিনাজপুর জেলা লোক সংস্কৃতি ও যাত্রা উৎসব। রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত জেলা লোকসংস্কৃতি ও যাত্রা উৎসব অনুষ্ঠিত হচ্ছে রায়গঞ্জ ব্লকের বামুহা তপশিলি হাইস্কুলে।
মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে জেলা লোকসংস্কৃতি ও যাত্রা উৎসবের শুভ সূচনা করলেন উত্তর দিনাজপুর জেলাপরিষদের সভাধিপতি কবিতা বর্মন। উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলাশাসক অরবিন্দ কুমার মীনা, রায়গঞ্জ মহকুমাশাসক অর্ঘ্য ঘোষ, জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক রানা দেবদাস সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ। জেলার বিভিন্ন আঙ্গিকের লোকসংস্কৃতি ও যাত্রা দলের অনুষ্ঠান পরিবেশিত হবে এই উৎসবে। ৫ ফেব্রুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত তিনদিন ধরে জেলা লোকসংস্কৃতি ও যাত্রা উৎসব চলবে। উৎসবে অংশ নেবেন খণ, ভাওইয়া, বাউল সহ বিভিন্ন লোকসংগীত শিল্পীদের পাশাপাশি জেলার যাত্রা শিল্পীরা।