সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৫ সেপ্টেম্বর: বড়সড় ডাকাতির ছক বানচাল করল উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার পুলিশ। গ্রেফতার করা হল তিন দুস্কৃতীকে। বৃহস্পতিবার গভীর রাতে গাইঘাটা থানার ঠাকুরনগর চৌরঙ্গী মোড় থেকে গ্রেফতার করা হয় তাদের। উদ্ধার করা হয়েছে ভোজালি, ছুরি এবং তালা ভাঙ্গার রড সহ আরও সামগ্রী। ধৃতরা ডাকাতির কাজে এগুলি ব্যাবহার করত বলে পুলিশের অনুমান।
পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর আসে বেশ কিছু যুবক চৌরঙ্গী মোড় চত্বরে একটি অন্ধকার জায়গায় জোড়ো হয়েছে। তাদের হাতে ধারালো অস্ত্র রয়েছে। এই খবরের ভিত্তিতে গাইঘাটা থানার পুলিশের একটি দল সেখানে যায়। যদিও প্রথমে সেখনে কাউকে দেখতে পাননি পুলিশ। এরপর সেখনে বেশ কিছুক্ষণ ওৎ পেতে থাকেন পুলিশ আধিকারিকরা। কিছুক্ষণ পরে দেখা যায় এক এক করে সেখানে জোড়ো হচ্ছে বেশ কয়েক জন যুবক। তাদের সংখ্যা বাড়তে বাড়তে পৌঁছায় ১০- ১২ তে। তাদের প্রতেকের হাতেই ছিল ধারালো অস্ত্র। এরপরই পুলিশ তাদের ঘিরে ফেলে। যদিও সুযোগ বুঝে তাদের মধ্যে বেশ কয়েক জন পালিয়ে যায়। পুলিশ গ্রেফতার করে তিন যুবকে। ধৃতদের নাম সম্পদ দে, শকর সমাদ্দার ও উৎপল মণ্ডল।ধৃতদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয় অস্ত্রসস্ত্র। ধৃতদের আজ বনগাঁ আদালতে তোলা হয়।