Gold recovered, Petrapol border, পেট্রাপোল সীমান্ত থেকে উদ্ধার ৩ কোটির সোনা

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৭ ফেব্রুয়ারি: ভারত- বাংলাদেশ সীমান্তের উত্তর ২৪ পরগনার বনগাঁর পেট্রাপোলে ক্রমেই বাড়ছে পাচারকারীদের দৌরাত্ম্য। পণ্যবাহী ট্রাকে বা যাত্রী সেজে পাচারকারীরা সোনা নিয়ে আসার চেষ্টা চালাচ্ছে ক্রমশ। তবে বিএসএফের তৎপরতায় সে সমস্ত কিছু ভেস্তে যাচ্ছে। ফের পেট্রাপোল বন্দরে ও কার্গো গেট থেকে উদ্ধার হয় মোট ২ কোটি ২৫ লক্ষ ৫২ হাজার ৪৮ টাকা মূল্যের সোনা।

বিএসএফ সূত্রে খবর, শুক্রবার দুটি ট্রাকের কেবিন থেকে মোট ২২টি সোনার বিস্কুট উদ্ধার করে বিএসএফ। বাংলাদেশ থেকে ভারতে ফেরার পথে তল্লাশির সময় প্রথমে একটি ট্রাকের কেবিন থেকে ১২টি সোনার বিস্কুট উদ্ধার করে কর্তব্যরত বিএসএফ জওয়ানরা। কিছুক্ষণ বাদে আরেকটি ট্রাকে তল্লাশির সময় কেবিন থেকে ১০টি সোনার বিস্কুট উদ্ধার হয়। উদ্ধার হওয়া ২২টি সোনার বিস্কুটের ওজন প্রায় ২৫৫১.৫৯০ গ্রাম। যার মূল্য ১ কোটি ৫৮ লক্ষ ২৪ হাজার ৩২২ টাকা। ধৃত দুই ট্রাক চালকের নাম রাজু দাও ও সঞ্জিত দাস। বনগাঁর দত্তপাড়া ও পাইকপাড়ার বাসিন্দা তারা।

অন্যদিকে পেট্রাপোল বন্দরে গোপনাঙ্গে পেস্ট আকারে লুকিয়ে যাত্রী সেজে সোনা পাচারের চেষ্টা করছিল এক পাচারকারী। তল্লাশির সময় সে ধরা পড়ে বিএসএফের হাতে। উদ্ধার হয় ৩টি পেস্ট আকারের সোনা যার ওজন প্রায় ১০৭৬.৭ গ্রাম। ভারতীয় বাজারে যার মূল্য প্রায় ৬৭ লক্ষ টাকা। উদ্ধার হওয়া সোনা ও ধৃত পাচারকারীদের পেট্রাপোল শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয় বিএসএফের ১৪৫ নম্বর ব্যাটালিয়নের পক্ষ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *