সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৭ আগস্ট: বাঁকুড়া- দুর্গাপুর রাজ্য সড়কের ওপর জনবহুল এলাকায় এটিএম লুঠ করার চেষ্ঠার অভিযোগে তিন দুষ্কৃতী কে স্থানীয় বাসিন্দারা ধরে ফেলে। তাদের উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
আজ সকালে বাঁকুড়া সদর থানার মাকুড়গ্রাম এলাকায় রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের একটি এটিএমে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে যে, বাঁকুড়া- দুর্গাপুর রাজ্য সড়কের ওপর মাকুড়গ্রাম বাজারে ঝাড়খণ্ডের নম্বর দেওয়া একটি গাড়ি এসে দাঁড়ায়। সেই গাড়ি থেকে নেমে চার জন রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের একটি এটিএম-এ ঢোকে। এটিএম-এ ঢোকার আগে দরজায় থাকা সিসি ক্যামেরার মুখ অন্যদিকে ঘুরিয়ে দেয় দুষ্কৃতীরা। এটিএম- এর ভেতর ঢুকে শার্টার নামিয়ে দেয় তারা। এটিএমএর ভেতর থেকে ভাঙ্গাভাঙ্গির শব্দ বেরিয়ে আসায় সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। তারা এটিএমের ভেতরে ঢুকে দেখেন সেখানকার সিসি ক্যামেরাগুলির লেন্স ব্ল্যাকটেপ দিয়ে ঢেকে এটিএম যন্ত্র ভাঙ্গার চেষ্টা চালাচ্ছে দুষ্কৃতীরা। দুষ্কৃতীদের ধরে ফেলে স্থানীয় বাসিন্দারা।
তাদের দাবি, একজন হাত ছাড়িয়ে পালিয়ে যায়। বাকি ৩ জনকে তারা ধরে ফেলেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।